Khoborerchokh logo

গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ 56 0

Khoborerchokh logo

গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

আলমগীর কবীর:
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে গাজীপুরে জমি নিয়ে বিরোধের জেরে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া পদ্মপাড়া এলাকায় আব্দুল হামিদ (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে হত্যাকারীরা পলাতক রয়েছেন। নিহত আব্দুল হামিদ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পদ্মপাড়া এলাকায় রজব আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া পদ্মপাড়া নামক এলাকার স্থায়ী বাসিন্দা আব্দুল হামিদ,দুপুরের দিকে বাড়ির পাশে বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান তিনি। এসময় প্রতিপক্ষের লোকজন তাকে বাধা সৃষ্টি দেয়। তার পরও সে বাঁশ কাটতে গেলে পাশের বাড়ির আমজাদ হোসেনের সঙ্গে বাকবিতণ্ডার জড়িয়ে পড়ে। একপর্যায়ে আমজাদ হোসেন,আব্দুল হক, মিনহাজ হোসেন,আল আমিন,হান্নান মিয়া,আক্কেল আলীসহ আর ৮-১০ জন তাকে পিটিয়ে গুরুতর আহতাবস্থায় ফেলে রেখে সটকে পড়ে। পরে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হামিদকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ফুফাতো ভাই আরিফ হোসেন জানান, নিহত আব্দুল হামিদ বাড়ির পাশে বাঁশ কাটতে গেলে পূর্ব শত্রুতার জেরে হামলাকারীরা তাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান,হামলাকারী ও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।যেকোনো মূল্যে হত্যা কান্ডের সাথে জড়িতদের আইনের আনাই আমাদের কাজ ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com